ধাতু দুর্বলতা, যৌন রোগ

 ডাঃ মোঃ বিল্লাল হোসেন 

আশ্ শেফা হোমিও হল 

বিরামপুর, মাধবদী, নরসিংদী। 

হট লাইন - 01719320966,01915 668388

সমস্ত প্রশংসা যার যিনি বিশ্ব জগতের পালনকর্তা।   Dhat syndrome অথবা ধাতু দূর্বলতা  কি?


Dhat syndrome অথবা ধাতু দুর্বলতা একটি খুবই পরিচিত অসুখ দক্ষিন এশিয় উপমহাদেশে।কোন কোন সময় এই উপসর্গটিকে ভারতীয়  উপমহাদেশের সাংস্কৃতির অংশ হিসাবেও অভিহিত করা হয়। এটি  দক্ষিণ এশিয়ার যুব সমাজের খুব পরিচিত একটি শারিরীক  সমস্যা।এখানে রুগীরা প্রস্রাবের সাথে ধাতু অর্থাৎ  বীর্য বের হচ্ছে বলে থাকেন।









★Dhat syndrome এর উপসর্গ কিকি?


Dhat syndrome এর উপসর্গ গুলি হলঃ

#প্রস্রাবের সাথে সাদা আঠালো পদার্থ নিঃসরণ। 

#দ্রুত বীর্যপাত।

#বন্ধ্যাত্ব।

#শারীরিক দুর্বলতা।

#মানষিক দূর্বলতা।

#পেটে ব্যথা

#পিঠে বা কোমরে ব্যথা।

*বাহু,পা এবং অস্থি সন্ধিতে ( হাটু, কনুই বা কব্জিতে ব্যাথা).

#যৌন ক্রিয়া সম্পাদনে সমস্যা।

*মাথা ব্যথা

*বুকে ব্যথা 

*ঝিমুনি আসা।

*বুক ধড়ফড়ানি।

#শ্বাস ছোট হওয়া বা,শ্বাস কষ্ট।

#কোষ্ঠকাঠিন্য,লুজ মোশান বা,ডায়রিয়া।

*বমি বমি ভাব,পেট ফাপা বা হজমের অসুবিধা

*কোন কিছতে আগ্রহ না পাওয়া।

*হতাশা বা আশাহত হওয়া।

#ক্লান্ত থাকা বা ঝিমিয়ে পড়া।

*ক্ষুধা মন্দা বা অতিরিক্ত খাওয়া।

*নিজের সম্পর্কে  নেতিবাচক ধারনা।

*কোন কিছুতে মনোযোগহীনতা।যেমনঃ খবরের কাগজ পড়া অথবা টেলিভিশন  দেখা ইত্যাদি কাজে।

#প্রস্রাবে জ্বালাপোড়া।

*প্রস্রাব করতে কষ্ট হওয়া।

#যৌনাংগের চারপাশে অতিরিক্ত চুল্কানো। 

#অতিতিক্ত দুশ্চিন্তা বা অল্পতেই চিন্তিত হওয়া।

*দ্রুত ওজন কমা বা বেড়ে যাওয়া।

*কোন একজায়গায় শান্ত হয়ে বসতে না পারা।


★Dhat syndrome এর কারন কিকি?

১)কিছু কিছু অস্বাভাবিক যৌন আচরণ। যেমনঃ অতিরিক্ত হস্ত মৈথুন।

২) পর্ন ছবিতে আসক্তি।

৩) যৌনতা সম্মন্ধে ভ্রান্ত ধারনা।

৪) প্রস্রাবে ক্ল্যামাইডিয়া নামক পরজীবির প্রদাহ।

৫) নিজের প্রতি আত্মবিশ্বাস হীনতা।


★Dhat syndrome এ কখন চিকিৎসক  দেখাবেন?

১) দ্রুত বীর্যপাত  দেখা দিলে।

২) ধাতু দুর্বলতার কারনে মানষিক ভাবে ভেংগে পড়লে

৩) প্রস্রাবে বা প্রস্রাবের রাস্তায় প্রদাহ হলে।

৪) লিংগ উত্থানে সমস্যা দেখা দিল

৫) শরীরের ওজন কমতে থাকলে।

৫)অতিরিক্ত হতাশা পেয়ে বসলে 


WhatsApp  01719320966,01915668388

এ পরামর্শ নিতে পারেন

Post a Comment

0 Comments