টাক পরার হোমিও ঔষধ

 টাক পরার হোমিও ঔষধ এবং সেগুলোর ব্যবহার~

ব্যারাইটা কার্ব (Baryta Carb) : বোকা বুদ্ধিহীন বেটে বামন, স্মরণ শক্তি কম, ভীতু শীত কাতর, এই ধাতুর রোগীদের মাথার চুল উঠিয়া টাক পড়িতে থাকিলে ব্যারাইটা কার্ব উপকারী।

লাইকোপোডিয়ম (Lycodium) : হিংসুক লোভী কৃপণ ও ভীরু গরম কাতর এই ধাতুর রোগী অল্প বয়সে শাথার চুল উঠিয়া তালুতে টাক পড়িতে থাকিলে লাইকোপোডিয়ামে উপকার হয়।

আর্সেনিক এলব (Arsenic Alb) : অত্যন্ত শীত কাতর, সৌখিন ব্যাক্তিদের মাথার স্থানে স্থানে গোল গোল টাক পড়ে। ঐ টাকের স্থান গুলো শুস্ক খস খসে মাথার সম্মুখ দিকের চুল উঠিয়া কপাল প্রশস্ত হইতে থাকিলে আর্সেনিক অব্যর্থ।

টেলিউরিয়ম (Tellurium) : মাথার গোল গোল টাক, টাকের স্থানগুলো মাঝে মাঝে চুলকায়, টাক রোগে এই ঔষধ ব্যবহার করিয়া বহু রোগী আরোগ্য হইয়াছে।

সেলিনিয়ম (Seleninum) : হস্তমৈথুন, স্বপ্নদোষ কিংবা বাহ্যে প্রস্রাবের পর অসাড়ে শুক্রপাত হইয়া ক্রমশ জীর্ণ শীর্ণ দুর্বল রোগীদের মাথার স্থানে স্থানে রিংগের মত গোলাকার টাক পড়ে অথবা কারো চুল উঠিয়া মাথার চাঁদিতে টাক পড়ায় ইহা অব্যর্থ। ভ্রু, গোঁফ, দাড়ী বা লিঙ্গস্থানের চুল উঠিয়া গেলে সেলিনিয়ম উপকারী।

বাইওকেমিক চিকিৎসা
ক্যালকেরিয়া ফস (Calcarea Phos) : রক্ত শূন্য দুর্বল, ফেকাশে রোগীদের মাথার চুল উঠিয়া টাক পড়ায় ইহা উপযোগী। লক্ষন অনুসারে হোমিও ঔষধ ব্যবহারের মাঝে মাঝে ক্যালকেরিয়া ফস সেবন করিলে আরো শীঘ্র উপকার পাওয়া যায়।
সেবন বিধি : শক্তি 6x, 12x ২-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে প্রত্যহ চার মাত্রা।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
জ্যাবোরান্ডি Q এক ভাগ নয় ভাগ নারিকেল তৈলের সহিত মিশাইয়া টাকের স্থানে প্রত্যহ দুইবার বাহ্যিক টাকের স্থানে চুল গজায়। টাক রোগে ঔষধ ব্যবহার কালীন রীটা ফলের ফেনা দিয়া মাথা ধৌত করিবে। সাবান ব্যবহার করা নিষেধ। লঘু পুষ্টিকর আহার ব্যবস্থেয়। চুল ছোট করিয়া রাখিবে, শীতল জলে পত্যহ স্নান

Post a Comment

0 Comments