বন্ধ্যাত্ব

 বন্ধ্যাত্ব যেভাবে সামাজিক নিগ্রহের উৎস জন্মগত ত্রুটি অথবা কোন অসুখ যে কারণেই হোক না কেন, নারী ও পুরুষ সমস্যা যারই হোক না কেন, সন্তান ধারণে অক্ষমতা বাংলাদেশে বিবাহিত দম্পতিদের জন্য সামাজিক ও পারিবারিক নিগ্রহের উৎস। তুলনামূলকভাবে এর শিকার নারীরা বেশি হন। অনেক সময় পুরুষের সমস্যা হলেও।


বন্ধ্যাত্ব কেন হয়, চিকিৎসা কী, কোথায় যাবেন - নিঃসন্তান দম্পতিরা সমাজে যেভাবে নিগ্রহের শিকার হন 

শাহনাজ পারভীন 

বিবিসি বাংলা, 

ঢাকা ৮ জানুয়ারি ২০২২



এক নারী এক পর্যায়ে জানালেন সন্তান জন্ম না দিতে পারলে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানো হবে, শ্বশুরবাড়ি থেকে এমন কথা শোনার পর তিনি চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন এক আত্মীয়র সাথে। 

সন্তানহীনতার জন্য পারিবারিকভাবে তাকে কিসের মুখোমুখি হতে হয় তার বর্ণনা দিয়ে তিনি বলছেন, "আমার বিয়ে হইছে আট বচ্ছর হয়। আমাকে বলা হয় এত বছর হইলো বিয়া হইছে এখনো বাচ্চা হয় না, সমস্যা কি? আমার স্বামীকে আমি বাচ্চা দিতে পারতেছি না। এত টাকা পয়সা কে খাবে? এইগুলাতো চলতি পথে রোজ শুনতে হয়। শ্বশুরবাড়ি থেকে বলতেছে আমরা আমাদের ছেলেকে আবার বিয়ে করাবো। আমার যে বাচ্চা হয় না সেটা নিয়ে আমার কি কষ্ট হয় না? এখন ঢাকায় আসছি আল্লাহ পাক যদি আমারে একটা সন্তান দেয়।"

👉প্রজনন স্বাস্থ্য নিয়ে কেন সামাজিক জড়তা?

👉পুরুষেরা যেসব অসুখ নিয়ে লজ্জা ও সংকোচ বোধ করে। 

👉 পুরুষ বন্ধ্যাত্ব: যা নিয়ে কেউ কথা বলতে চায় না



বন্ধাত্ব (চিকিৎসা পদ্ধতি) 

Post a Comment

0 Comments