বিয়ের প্রথম রাতের আমল ও সুন্নত

 

  • বিয়ে শুধু জৈবিক চাহিদা পূরণের মাধ্যম নয়। দুজন মানুষের পবিত্র, নির্মল জীবনযাপনের প্রথম ধাপ। আত্মিক প্রশান্তি লাভের উপকরণ। ...
  • আমায়িক আচরণ
  • স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করা
  • একসঙ্গে দুই রাকাত নামাজ পড়া
  • সৎভাবে সংসার করার নিয়ত করা
  • সহবাস করতে চাইলে দোয়া পড়া
  • বিয়ে শুধু জৈবিক চাহিদা পূরণের মাধ্যম নয়। দুজন মানুষের পবিত্র, নির্মল জীবনযাপনের প্রথম ধাপ। আত্মিক প্রশান্তি লাভের উপকরণ। বিয়ের প্রথম রাতটি অনেকেরই কাঙ্খিত। এ রাত নিয়ে অনেক ভাবনা-চিন্তা থাকে, বিয়ের প্রথম রাত নিয়ে পরিকল্পনা বুনেন না এমন বেরসিক মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দায়।

    ইসলাম সহজ-স্বাভাবিক ও স্বভাবজাত ধর্ম। স্বভাবজাত বিষয়গুলোতেই কোরআন-হাদিসের বর্ণনার প্রতি একটু খেয়াল করলে তা আমলে পরিণত হয়। এর বিনিময়ে সওয়াব লাভ হয়। 

Post a Comment

0 Comments