: বিল্লাল হোসেন
আশ্ শেফা হোমিও হল
(সমস্ত প্রসংশা যার যিনি বিশ্ব জগতের পালনকর্তা)
পরবর্তী অংশ ------
নফসে আম্বরা বিবেকের দাবী আগ্রাহ্য করে কাজে পরিণত করা হলে সোরার আবাদ ভূমি প্রস্তুত হয়। সুরা আল- লাইল ১- ৪ আয়াতে বলেন সব মানুষের চরিত্র এক রকম নয়। ৮ -১০ আয়াতে মানুষের ভালো মন্দ বুঝবার ক্ষমতা দেবার ফলে তাদের বিবেক তাদেরকে মন্দ কাজ থেকে ফিরে থাকার তাগিদ দেয়। যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখেনা তাদের বিবেক ধীরে ধীরে মরে যায় তখন তাদের স্বভাব এমন হয়ে যায় যে, সৎ গুণকে সৎ বলে মনে করার যোগ্যতাই হারিয়ে ফেলে। কু - পথে চলাই তাদের কাছে সহজ মনে হয়।
তখন বিবেক ও আর দংশন করেনা।অন্তর নষ্ট হয়ে যায়, যদি এই অন্তর নষ্ট হয় তবু অঙ্গ প্রতঙ্গে পরিবর্তন আনতে পারে না। অন্তর সহ বাহ্য শরীর পর্যন্ত নোংরামিতে ভরপুর থাকে। আমরা যাকে বলি সোরিক রোগী বলি।
বাকিটা পরের অংশে............
কোন মতামত থাকলে কমেন্ট করবেন।
0 Comments