হোমিও প্রশিক্ষণ

 প্রশ্ন : ১। হোমিওপ্যাথিক কাহাকে বলে?

" সদৃশ্য  আরোগ্য বিধান কলাকে হোমিওপ্যাথিক বলা হয়"। ল্যাটিন ওয়ার্ডে সিমিলিয়া  সিমিলিবাস কিউরেন্টা।  কিন্তু বুঝলাম কি? খাটি বাংলায় বুঝার চেষ্টা মাত্র। ভাবটা বুঝাবার সাহস পাচ্ছি না। কেননা আমি আনচলিক  কথা  বলিতো, এতে জাতীয় পর্যায়ে ভয় হয়।  ব্যাপারটা বিশাল। "সাদৃশ্য " কথা অনুভব করি তবেই পরিস্কার।  প্রাকৃতিক সাদৃশ্যকে  কৃত্রিম সাদৃশ্য দিয়ে ধাক্কা দেওয়া ।  একই রকম  দুটো জিনিস বিকর্ষন করে।  প্রকৃত পক্ষে ইহাই হোমিওপ্যাথিক। 

এলোপ্যাথিক বুঝলে হোমিওপ্যাথিক বুঝা সহজ হবে। সূত্র : -- কন্টারিয়া  কন্টারিস কিউরেন্টা। বাংলায় অর্থ হলো " বিসদৃশ্য আরোগ্য বিধান কলা "। একটা সদৃশ্য আরেকটা বিসদৃশ্য যেমন রাত  ও দিনের মত পার্থক্য। অধিকিন্তু  সাপ ও বেজির (নেউল) এর মত শত্রু ভাবাপন্ন।  সাপ ও বেজি  একই খাচায় রাখা যায় না। তদ্রুপ এলো ও হোমিও একই ফার্মেসীতে রাখা যায় না।সহবাস ( সহ অবস্থায়)  সম্ভব নয়। 

একজন কৃষক রৌদ্র হতে হাল চাষ করে এলে এলোপ্যাথিক মতে  ১ গ্লাস ঠান্ডা পানি  হোমিও মতে ১ কাপ গরম চা। এলোপ্যাথিক নেগেটিভ পজেটিভের মত যোগ হয়। হোমিও মতে মাইনাস মাইনাসের মত বিয়োগ হয়।  প্রাকৃতিক রোগ কৃত্রিম উৎপন্ন শক্তিতে দূর হয়।কথায় বলে এক বনে দুই প্রজাতির বাঘ থাকে না বা থাকতে পারে না। 

আমরা ছোট বেলার  কবুতর পালছি, জোড়া মিলানোর জন্য পায়রা পায়রী একই খাচায়  ১৫/২০ দিন রাখতাম।  পরে জোড়া মিললে টংয়ে বাস করতো। যদি ২ টা পায়রা একই খাচায় রাখি একই ভাবে ছাড়লে  ২ টা দু দিকে  চলে যাবে।  ইহাই হোমিওপ্যাথিক বিকর্ষন।  এলোপ্যাথিকের মত মিলে সংযুক্ত হয়ে যায়। চম্বুকের নেগেটিভ ও পজিটভ  দুই প্রান্ত এক হলে। কিন্তু  নেগেটিভ নেগেটিভ প্রান্ত  হোমিওপ্যাথিকের মত বিকর্ষন করে, সংযুক্ত  হয় না। এবার আপনি প্রকৃতি নির্ণয় করবেন - একই রাস্তায় যুবক যুবতী  পাশাপাশি হাঁটছ,  এলোপ্যাথিকের মত আকর্ষণ করে কি? পাশাপাশি দুই টি যুবক হাঁটছে  হোমিওপ্যাথিকের মত বিকর্ষণ হবে কি?  পাশাপাশি ২ টি গাছ প্রাকৃতিক কারনে উপরে দুই দিকে চলে যায়।

এসি ব্যবহার এলোপ্যাথিকের মত, নদীর পাড়ে গাছের নীচে ছায়ায় ক্লান্তি নিবারন হোমিওপ্যাথিকের মত। আরো বলা যায়  পৌষের শীত সকালে গরম পানির গোসল শেষে হার কাঁপানো শীত লাগে ইহা এলোপ্যাথিক কিন্তু ঠান্ডা পানির গোসল শেষে  কাপড় জড়ালে কি আরাম। আশা করি এ অভিজ্ঞতা সকলেরই আছে। ইহাই  হোমিওপ্যাথিক

নেগেটিভ পজিটভ মিলনে একটি কিছু প্রস্তুত হয়। যেমন নেগেটিভ পজিটিভ বিদ্যুৎতে বাতি জলে বা মটর ঘুরে। তদ্রুপ,  রোগীর ক্ষেত্রে বিসদৃশ্য চিকিৎসায় একটি কঠিন জাতীয় কিছু জন্ম হয়। অথবা নেগেটিভ নেগেটিভ দিয়ে বিদ্যুৎ বাতি জলে না বা মটর ঘুরে না।  তদ্রুপ হোমিও চিকিৎসায় কোন দোষ জন্ম হয় না।  হ্যারিকেনের চিমনীতে তাপ লাগলে আস্তে আস্তে  সময় ধরে পূনরায় তাপ দিলে হাতের জালা কমে যায় কিন্তু ঠান্ডা কিছুতে ধরলে জালা এলোপ্যাথিকের মত বাড়ে।  হিন্দুি ভাষায় সম: সম: সমায়িতি।অর্থাৎ সামনে সামনে বিকর্ষণ। যেমন টি নির্জন স্থানে ছিনতাই কারী পথচারীকে ছুড়ি বের করে বলে - " কি আছে দিয়ে দে "। পথচারী বলেন -- রাখেন দেই, এ বলেই পকেট হতে বড় ছুড়ি বের করল। সেও ছিনতাই কারী,  ফলে দুজন ২ দিকে চলে গেল।

লাইলি মজনু  শিরী ফরহাদের প্রেমের কথা কে না জানে?  আগ্রার তাজমহলের কৃতিত্ব কেন হল? সবাই নেগেটিভ পজিটিভের খেলা।  এলোপ্যাথ থেকে নিজে বাচুন 

সমাজ কে বাচান। টিকা প্রথা বন্ধ হউক।  এলোপ্যাথিকেের দোষের কারণে ৯০% রোগ সৃষ্টি হয়। তা প্রচার করা আমাদের দায়িত্ব, মনে করি। 

Post a Comment

0 Comments