এক মাস বয়স বাচ্চার পানি পক্স।
পক্স হলে কী করবেন
শীত শেষ হয়ে আসছে। চারদিকে বিরাজ করছে বসন্তের আগমনী বার্তা। রুক্ষ বাতাসে নানা রকম রোগ-বালাই যেন ঘরে ঘরে এখন। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে অসুখের আনা গোনাও বেড়ে যায়। জল বসন্ত বা চিকেন পক্স ছোট-বড় সবাইকে কাবু করে দেয়।
জল বসন্ত বা চিকেন পক্স হলে অনেকে কুসংস্কার ছড়ান। এটা খাওয়া যাবে না। ওটা করা যাবে না। এসব চিন্তা করে রোগীকে দুশ্চিন্তায় ফেলে দেন অনেকে। কিন্তু চিকিৎসকের ব্যাখা অনুযায়ী চললে খুব দ্রুত রোগ মুক্তি মিলবে। তাহলে জেনে নেয়া যাক পক্স হলে কী করবেন।
১. শরীর ঠান্ডা রাখতে গোসল করা যাবে এসময়। তবে অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল না করাই ভালো।
২. নিমের পাতা পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গোসল করলে বেশি উপকার পাওয়া যায়। নিমের অ্যান্টিসেপ্টিক উপাদান এটি নির্মূল করতে সাহায্য করে।
৩. এ সময় বারবার জ্বর হওয়ার ঝুঁকি থাকে। তবে ছোটদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকরে পরামর্শ নিতে হবে।
৪. ব্যথার হাত থেকে মুক্তি পেতে ঠান্ডা পানি দিয়ে শরীর মুছিয়ে দিন, এতে ত্বকে খানিকটা হলেও আরাম পাওয়া যাবে।
৫. একটু কষ্ট হলেও দুবেলা জামা-কাপড় বদলানো উচিত। তাহলে সংক্রমণের ঝুঁকিও কিছুটা কমে।
৬. এ সময়ে সুতি ছাড়া অন্য কাপড়ের পোশাক পরবেন না, তাতে চুলকানি বা অস্বস্তি বেড়ে যেতে পারে।
৭. অতিরিক্ত চুলকানোর জন্য এন্টিহিস্টামিন জাতীয় ঔষধ ব্যবহার করতে পারেন।
৮. চিকেন পক্স হলে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি যুক্ত খাবার এবং সবজি খেতে হবে।
আশ্ শেফা হোমিও হল
ডাঃ মোঃ বিল্লাল হোসেন
হট লাইন 01915668388, 01719320966
✳️একই রক্ত মাংসের মানুষ শুধু শিক্ষার কারণে বিশ্বাস আলাদা হয়।
✴️দূব'ল জীবনী শক্তিই ব্যাধির কারণ। এটি অখ্যাদ্যের
প্রভাবে ছোট বড় সকলেরই জীবনী শক্তি দূব'ল হয়।
✳️শারীরিক মানসিক সুস্থতার জন্য নিয়মিত কোয়ান্টাম ব্যায়াম করুন।
✴️ পুষ্টির জন্য নিয়মিত ১ চা চামচ মধু -১ গ্লাস দুধ ও ১ টি ডিম খাবেন।
✳️প্রতিদিন খাবারের সাথে সালাদ ও মৌসুমি ফল খাবেন।
✴️ভাল কাজে ব্যস্ত থাকুন,কর্মব্যস্ততা রোগ শোক কে দূরে ঠেলে দেয়।
✴️কীটনাশক মিশ্রিত ফল মূলে জীবনী শক্তিতে প্রচুর
আঘাত হানে।
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে রোগী দেখার সময় : সকাল ১০ টা হতে দুপুর ১টা পর্যন্ত ।
বিকাল ৪টা হতে ৭.৩০ পর্যন্ত ।
#WhatsApp 01719-320966
https://www.facebook.com/আশ্-শেফা-108348024383734/
#নীতিকথা #আশশেফা #হোমিও ঔষধ #ধারাবাহিক
#সুসথ থাকুন
0 Comments